জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে বঙ্গমাতার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সানোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জ্জি। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন, পৌর মেয়র মো: রমজান আলীসহ জেলার সকল সরকারী দপ্তরের প্রধান কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, অধিদপ্তর ও সংস্থার কর্মকর্তা -কর্মচারী, সদস্য ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়া জেলার তথ্য অফিস এবং ৭ উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে বলে জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন জানান।