কারিগরি শিক্ষায় বিশেষ অবদান রাখায় আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের বিশেষ সম্মাননা পেলেন ন্যাশনাল পলিটিকনিক ইনস্টিটিউট (এন পি আই) মানিকগঞ্জ এর অধ্যক্ষ ড.মোহাম্মদ ফারুক হোসেন। সোমবার (৭ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।
ড.যোসেফ মেমোরিয়াল হাসপাতাল মিলনায়তনে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের জেলা সভাপতি মো.হাবিল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি কায়ুম শাহজীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, সাবেক জেলা শিক্ষা অফিসার আব্দুল মুন্নাফ খান, ড.ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক নেতা আবুবকর সিদ্দিক, হীরালাল সেন সাহিত্য সংঘের জেলা সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, প্রফেসর আবুবকর সিদ্দীক মোল্লা, অধ্যাপক আনিসুর রহমান, কবি জসিম উদ্দিন অতশী, অনিল কুমার সরকার, নজরুল- প্রমীলা সাহিত্য সংঘের সভাপতি ডাঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক কবি মইন হাসান, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, কবি ওয়ারেশ পাশা পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি কারিগরি শিক্ষায় ড. মোহাম্মদ ফারুক হোসেনের অবদান প্রশংসনীয়।
বিশেষ সম্মানায় ভূষিত ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের উত্তরোত্তর সমৃদ্ধি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।