আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের মাসিক লিটল ম্যাগাজিন 'দ্যুতি'র মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর ড: জোসেফ মেমোরিয়াল হাসপাতাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
"সাহিত্য রসে সিক্ত হোক ধরা" এই স্লোগান সামনে রেখে আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের আয়োজনে কবিতা আবৃত্তি, গুণীজন সম্মাননা ও লিটল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি মো.হাবিল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি কায়ুম শাহজীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, বিশিষ্ট সাংবাদিক অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার সর্বজনাব আব্দুল মোন্নাফ খান, জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক নেতা আবুবকর সিদ্দিক, হীরালাল সেন সাহিত্য সংঘের জেলা সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, প্রফেসর আবুবকর সিদ্দীক মোল্লা, অধ্যাপক আনিসুর রহমান, কবি জসিম উদ্দিন অতশী, অনিল কুমার সরকার, নজরুল- প্রমীলা সাহিত্য সংঘের সভাপতি ডাঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক কবি মইন হাসান, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, কবি ওয়ারেশ পাশা পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, অসাম্প্রদায়িক সমাজ গড়তে হলে অবশ্যই তরুণ প্রজন্মের মাঝে শিল্প- সাহিত্যের বীজ বপন করতে হবে। সাহিত্য - সাংস্কৃতির জাগরণের মাধ্যমে বহুত্ববাদী সমাজ বিনির্মানের পথ প্রসারিত হবে।