জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালে'র ৭৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগষ্ট) বিকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আয়োজনে, জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
এসময় আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তৃতা করেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শফিকুল আজম মামুন,জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলসাম,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান,জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া (সোহেল),স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব,জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন সেখ ও সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম(জাহিদ), মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ বিশ্বাস প্রমুখ। এসময় দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।