ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলামকে 'গার্ড অব অনার' ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ এবং জেলা প্রশাসন।
শুক্রবার (৪ আগস্ট) সকালে মানিকগঞ্জ সার্কিট হাউজে জেলা পুলিশের একটি চৌকস টিম রাষ্ট্রীয় সম্মাননা 'গার্ড অব অনার' ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় জেলা প্রশাসক রেহেনা আক্তার ও পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা সফর উপলক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারকে এই সম্মাননা প্রদান করা হয় বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।