বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মানিকগঞ্জ জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, যুবদল নেতা জিয়াউদ্দিন আহমেদ কবির ও জেলা ছাত্রদল সভাপতি আব্দুল খালেক শুভ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে হাসিনা সরকারের বিদায় করে এই রায়ের জবাব দেওয়া হবে।
বক্তারা বলেন, সরকার পতন আন্দোলনে কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি বাস্তবায়নে জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ মানিকগঞ্জ জেলা বিএনপি'র সকল ইউনিটের নেতাকর্মীরা ঝাপিয়ে পড়বে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল তারই প্রমাণ।