রাজবাড়ী জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ আগষ্ট) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে আজাদী ময়দানে এসে বিক্ষোভ মিছিলটি জড়ো হয়। এসময় আজাদী ময়দানের আমতলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,জেলা বিএনপি'র আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, যুগ্ন- আহবায়ক রেজাউল করিম পিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন, সদস্য সচিব আব্দুল মালেক, ছাত্রদলের আহবায়ক মো: আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহীন সহ দলীয় অন্যান্য অংগ সংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা: জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সরকারের আজ্ঞাবহ কতৃর্ক ফরমায়েশী সাজানো রায়ের প্রতিবাদে আজকের বিক্ষোভ। এই ফরমায়েশী মানবেনা বলে বক্তারা জানান।