উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেনের ১৫৭ তম জন্মোৎসব পালন করা হয়েছে। বুধবার (২ আগস্ট) দুপুরে হীরালাল সেনের পৈত্রিক ভিটা সদর উপজেলার বকজুরি গ্রামে এই উৎসবের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এই উৎসবের আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিষময় পালের সভাপতিত্বে এবং সংস্কৃতি কর্মী মো: নজরুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক রেহেনা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, মানিকগঞ্জ পৌর মেয়র মো: রমজান আলী, সদর উপজেলা চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন ও কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস।
বকজরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত জন্মোৎসবে বক্তব্য রাখেন উদীচি শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সম্পাদক এডভোকেট দীপক কুমার ঘোষ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, হীরালাল সেন সাহিত্য সংস্কৃতি সংঘের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, বকজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিন জাহান নিরু, বেসরকারি সংস্থা বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী বিমল ঘোষ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুনীল কুমার সুর প্রমূখ।
মেয়র মো: রমজান আলী বলেন, কালজয়ী চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেনের স্মৃতি ধরে রাখতে তার নামে সড়ক নির্মাণ করা হয়েছে। ওই সড়কটি কার্পেটিং করার জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
নবাগত জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, বিশ্ব নন্দিত মানিকগঞ্জের মানিক হিরালাল সেন, আচার্য ডক্টর দীনেশ চন্দ্র সেন ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেনসহ কালজয়ীদের স্মৃতি সংরক্ষণে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপ বেগবান করতে মানিকগঞ্জ জেলা প্রশাসন অগ্রণী ভূমিকা পালন করবে।