হিন্দু শাস্ত্রের প্রাচীন রূপক কাহিনী বেহুলা লক্ষিন্দর মঞ্চস্থ হয়েছে। সোমবার ৩১ জুলাই সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনপ্রিয় নাটকটি মঞ্চস্থ করা হয়।
কথা সাহিত্যিক বিজয় গুপ্তের 'পদ্মপুরাণ' গল্প অবলম্বনে রচিত বেহুলা লক্ষিন্দর নাটকের নির্দেশনায় ছিলেন শাকিল আহমেদ সনেট এবং পরিচালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সেলিনা সাইয়েদা সুলতানা আক্তার।
প্রাচীন বাংলার জনপ্রিয় এই নাটকটি উপভোগ করতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ টিকিট কেটে নাট্যমঞ্চে প্রবেশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক আনোয়ারুল হক, জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আব্দুস সালাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এডভোকেট দীপক কুমার ঘোষ, উদীচি শিল্প গোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন লক্ষিন্দরের প্রেম কাহিনীর আদি প্রান্ত তুলে ধরে বক্তব্য রাখেন।