রাজবাড়ীতে দীর্ঘ ১১ বছর পর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিন বছরের জন্য নতুন কমিটির সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করেছে সংগঠেনের কেন্দ্রীয় কমিটি। এতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ রাজীবকে সভাপতি ও গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ৩১ জুলাই রাতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতেই সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
২০১২ সালে রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে হাফিজুর রহমানকে সভাপতি ও আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ ১১ বছর পর গত (২১ জুলাই) শুক্রবার রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যায়ের মাঠে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওইদিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান শামীম, আ.সাত্তার, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সাবেক ছাত্রনেতা শামীম রেজা লিটন ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিমাই কর্মকার এবং সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাবেক ছাত্রনেতা মানিক সরদার, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম রুবেল, ছাত্রলীগের সাবেক নেতা শেখ মো. রুহুল আমিন, ইফতি হক সৌরভ ও মিলন মিয়া প্রার্থী হন।
সম্মেলেনের দিন কারও নাম ঘোষণা করেনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি। পরে সাধারণ সম্পাদক পদ প্রার্থী দুজনের ভীতর জাকারিয়া মাসুদ রাজিবকে সভাপতি ও আসাদুজ্জামান চৌধুরী আসাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।