রাজবাড়ী জেলা বিএনপি সহ সকল ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে (৩১ জুলাই) সোমবার সকাল ১১ ঘটিকায় এক জনসমাবেশের আয়োজন করা হয়।
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, আহবায়ক,জেলা বিএনপি, রাজবাড়ী। সভাপতি এ্যাডভোকেট কামরুল আলম,সদস্য সচিব, জেলা বিএনপি, রাজবাড়ী। বিশেষ অতিথি এ্যাডভোকেট আসলাম মিয়া, সহ-সভাপতি, কৃষক দল কেন্দ্রীয় কমিটি ও যুগ্ম আহবায়ক,জেলা বিএনপি, রাজবাড়ী। আরও উপস্থিত ছিলেন মোঃ হারুন-অর-রশীদ(হারুন), সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপি রাজবাড়ী। মোঃ আলহাজ্ব মাহবুব চৌধুরী (দুলাল) আহবায়ক পৌর বিএনপি রাজবাড়ী। মোঃ মোস্তাফিজুর রহমান (লিখন) আহবায়ক সেচ্ছাসেবক দল,জেলা বিএনপি রাজবাড়ী।মোঃ আব্দুল মালেক খান, সদস্য সচিব সেচ্ছাসেবক দল জেলা বিএনপি, রাজবাড়ী। সঞ্চালনায় মোঃ রেজাউল করিম পিন্টু, যুগ্ম আহবায়ক, জেলা বিএনপি রাজবাড়ী। উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম (রোমান) আহবায়ক, রাজবাড়ী জেলা ছাত্রদল সহ দলীয় অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,
এসময় বক্তারা বলেন গত (২৯ জুলাই) ঢাকার প্রবেশ পথে বিএনপির ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের যৌথ আক্রমন, হামলা,নির্যাতন ও গণহারে গ্রেফতারের প্রতিবাদে আজকেই এই জনসমাবেশে। নেতারা আরও বলেন অতি অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিয়ে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।