যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মানিকগঞ্জে পবিত্র আশুরা পালিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) বিকেলে ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ থেকে একটি বিশাল তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি দেখার জন্য ঢাকা-আরিচা মহাসড়কসহ ১০ কিলোমিটার দীর্ঘ রাস্তার দুপাশে চিরায়িত নিয়ম অনুসারে মানুষ উপচে পড়া ভিড় জমায়।
শত বছরের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলটি সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে এসে শেষ হয়। এখানে রোজাদার কাসেদগন ইফতার করেন। পরে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলীর সৌজন্যে ও গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের পরিচালনায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের সেওতা এলাকার তিতু মিয়ার বাড়ী ও দাশরা এলাকার পরান মেম্বারের বাড়ি থেকে বিশাল তাজিয়া মিছিল শহর প্রদক্ষিণসহ নানা কর্মসূচি পালন করে।