মানিকগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার প্রবেশদ্বার গাবতলীতে অবস্থান কর্মসূচি পালনকালে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা বিএনপি সূত্র জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের জন্য মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী গাবতলীতে অবস্থান নেয়। এ সময় পুলিশ ১৩ নেতাকর্মীকে আটক করে।
আটককৃত হল, মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ শরিফুল ইসলাম চান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাটুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক মো: মহসিন উজ্জামান, যুগ্ন আহবায়ক মোঃ সবুজ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল, জাহাঙ্গীর, সোহেল, জিহাদ, আব্দুল্লাহ, আবু তালেব, রাব্বি ও বিজয়, শ্রমিক দলের সহ-সম্পাদক আবুবকর রুবেল ও ছাত্রদের নেতা জাহাঙ্গীর আলম।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।