চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুদিনব্যাপি উপজেলা সাহিত্য মেলার সসমাপনী অনু্ষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণে অনু্ষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সহকারী কমিশনার (ভুমি) জুবায়ের হোসেন ও নকশী কাঁথা সাহিত্য পত্রিকা সম্পাদক শাহ নেওয়াজ গামা প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা কালচারাল কর্মকর্তা ফারুকুর রহমান ফয়সল। মেলায় উপজেলার ৪০ জন লেখক, কবি সাহিত্যিক শিল্পীকে সম্মাননা দেয়া হয়।