বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে ১০ হাজার নেতাকর্মী পল্টনে বিএনপি'র মহাসমাবেশে অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৮ জুলাই) বিএনপি'র ঘাটি হিসেবে পরিচিত মানিকগঞ্জ জেলার সাত উপজেলা ও ২ পৌর ইউনিটের এই বিপুল সংখ্যক নেতাকর্মী সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মহাসমাবেশে যোগদান করেন।
জেলা বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, মহাসমাবেশে যোগদানের পথে ছাত্রদল নেতা সহ ৬ জনকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। তবুও আফরোজা খান রিতার নেতৃত্বে সকল বাধা উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত কর্মসূচিে অংশগ্রহণ করেন কমপক্ষে ১০ হাজার নেতাকর্মী ।মহাসমাবেশে যোগদানের পথে ছাত্রদল নেতা রবিউল ইসলাম, আকাশ, রাসেল মোল্লা, মোঃ অমি ও শাহরুখসহ ৬ জনকে পুলিশ আটক করে।
বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির বলেন, এই সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্র বিসর্জন দিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমে করেছে। দেশের এই ভয়াবহ পরিস্থিতি থেকে দেশবাসীকে রক্ষার দাবীতে বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচিত পল্টনের মহাসমাবেশে মানিকগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলসহ অঙ্গ- সহযোগী সংগঠনের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খান রিতা বলেন, ভোটারবিহীন হাসিনা সরকারের নজিরবিহীন নির্যাতন-নিপীড়নের শিকার বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি সহ সরকার পতনের একদফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মানিকগঞ্জ জেলা বিএনপি রাজপথে থাকবে।
তিনি বললেন, মহাসমাবেশে মানিকগঞ্জের হাজার হাজার নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণ চলমান সরকার পতন আন্দোলনকে বেগবান করবে। পরবর্তী সকল কর্মসূচিতেও সক্রিয় থাকার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।