রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজা ও পরোয়ানা ভুক্ত ২জন আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। এরআগে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলায় অভিযান চালিয়ে আসামিদের নিজ ঠিকানা থেকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলো- উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাহাদত মেম্বার পাড়া'র মোঃ ওয়াহেদ ফকির এর ছেলে মোঃ বাবু ফকির (২২) ও উপজেলার ক্ষুদিরাম সরকার পাড়া'র মৃত বাসুদেব বিশ্বাস এর ছেলে রতন কুমার বিশ্বাস।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।