একের পর এক মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন একটি কুচক্রী মহল। পরিবহনের দায়ে রাজবাড়ী গোয়ালন্দ দৌলতদিয়ার পদ্মা নদী থেকে ১২টি বালুবাহী বাল্কহেড জব্দ ও ১২ জন চালক (সুকানি)কে আটক করেছে নৌ-পুলিশ।
বুধবার দুপরে মামলা দিয়ে আটককৃত চালকদের আদালতে প্রেরণ করা হয়েছে।এর আগে মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে বাল্কহেডগুলো জব্দ করে ১ নম্বর ফেরিঘাট এলাকায় নোঙর করে রাখা হয়।
জব্দকৃত বাল্কহেডগুলো হলো,সাব্বির হোসেন,এস এম আদি,এমভি সূর্যনগর,ইয়া গাউস,এস এম আদর,এম বি ভাই বোন, মক্কা মদিনা,মক্কা মদিনা ০২, ফি আমানিল্লাহ্, ভূইয়া পরিবহন, আল্লাহ মহান ও মাসুদ ০২। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি জে এম সিরাজুল কবির বাল্কহেড চালকদের আদালতে প্রেরণের বিষয় নিশ্চিত করে জানান,নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের নিষেধাজ্ঞা অমান্য করায় দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে ১২টি বাল্কহেড জব্দ ও ১২ জন চালককে (সুকানি) আটক করেন।পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে দুপুরে আদালতে প্রেরণ করেছেন।