অনৈতিক কীর্তি-কলাপের সাথে জড়িত থাকার অভিযোগে কথিত পীর ও তার পরকীয়া প্রেমিকাকে আটক করেছে সদর থানা পুলিশ।
রোববার (২৩ জুলাই) রাতে পঞ্চাশোর্ধ প্রেমিক যুগলকে কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি এলাকা থেকে আটক করা হয়। কথিত পীর আলম গুজুরি গ্রামের ছেদু ফকিরের ছেলে। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়া দুই সন্তানের জনক আলম পেশায় দলিল লেখক। আটককৃত দুই সন্তানের জননী ওই বিধবার সাথে তার দীর্ঘ সাত বছরের অনৈতিক সম্পর্ক রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে আলম তার দীর্ঘদিনের প্রেমিকা ওই নারীকে বাড়িতে ডেকে আনে। অনৈতিক কাজ শেষে রাত সাড়ে দশটার দিকে ওই বিধবাকে বাড়ি ফিরে যেতে বলে আলম। কিন্তু বিধিবাম! বিধবা বিয়ের প্রস্তাবে আলমের বাড়ি অবস্থান নিয়ে হইচই করতে থাকে। তার হই হুল্লায় প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশের জরুরী পরিসেবা ৯৯৯ এ কল করে বিস্তারিত জানায়। ওই সূত্রে পুলিশ আলমের বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। বিষয়টি রীতিমতো 'টক অফ দা টাউন' এ পরিণত হয়েছে।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রউফ সরকার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।