শিবগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জিসান আলী (১৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের। আসামী গ্রেফতার
অভিযুক্ত জিসান উপজেলার কানসাট ইউপির পুখুরিয়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে। আসামিকে পুলিশ গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ
মামলাও শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ জুলাই ) পূর্ব অভিযুক্ত জিসানের বাড়িতে কেউ না থাকায় মাগরিবের সময় ছয় বছরের শিশুটিকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে যায়। একই সাথে আরো তিন চার জন ছেলেমেয়েকে নিয়ে যায়, শিশুটিকে রেখে বাকীদের কে একটি করে আম দিয়ে বাড়ি থেকে বের করে দেই। শয়ন কক্ষে নিয়ে যেয়ে দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক গলা চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির মা তাকেখোঁজাখুঁজি করার সময় শিশুটির নাম নামধরে চিৎকার করে ডাকাডাকি করলে শিশুটিকে ছেড়ে দেয়। শিশুটি জিসানের বাড়ি কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে এবং তার মাকে সব কথা বলে। গত রবিবার রাত্ে শিবগঞ্জ থানায় শিশু মেয়েটির পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিষয়ে অভিযুক্ত জিসানের বাবা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতস স্বীকার করে বলেন ঘটনাটি মীমাযংসার আেষ্টা করছি।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, শিশুর বাবা বাদি হয়ে মামলা করেছেন এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে।