রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ পরোয়ানা ভুক্ত ১২জন আসামিকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
রোববার (২৩ জুলাই) দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। এরআগে শনিবার (২২ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলো, জিআর নং-৭৫৮/২১ ও ২১৮/১৭ এর ০২টি পরোয়ানা ভুক্ত আসামি মোঃ আকাশ শেখ, জিআর নং-২৫/২২ এর পরোয়ানা ভুক্ত আসামি জাহাঙ্গীর আলম, জিআর নং-১৬৭/১৩ এর পরোয়ানা ভুক্ত আসামি মোঃ সুলতান (২৯), জিআর-২৮৪/২১ এর পরোয়ানা ভুক্ত আসামি আব্দুল্লাহ শেখ, জিআর-১৫৫/১৪ এর পরোয়ানা ভুক্ত আসামি সাদ্দাম হোসেন ওরফে রুবেল (৩২), জিআর-১৫৫/১৪ এর পরোয়ানা ভুক্ত আসামি সবুজ মোল্লা, জিআর নং- ১৬০/১০ এর পরোয়ানা ভুক্ত আসামি মোঃ সেলিম শেখ, সিআর সাজা নং-৭৮০/১৮ এর পরোয়ানা ভুক্ত আসামি মোঃ আমিনুল ইসলাম, জিআর নং-১৬০/১০ এর পরোয়ানা ভুক্ত আসামি মোসাঃ জাহানারা বেগম, জিআর নং-২০৪/১৬ ও জিআর নং-১৫৫/১৪ এর ০২টি পরোয়ানা ভুক্ত আসামি মোঃ সোনা ফকির।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার আরো জানান, আসামিদের রবিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।