পর্যটন খ্যাত চরফ্যাসন উপজেলায় সংযোজন হলো আরেকটি উন্নয়নের নতুন স্থাপনা। মঙ্গলবার (৪জানুয়ারি) ৫ কোটি টাকা ব্যয়ে চরফ্যাসনে নবনির্মিত আধুনিক “চরফ্যাসন ডাকবাংলো” শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। এসময় চরফ্যাসন উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।
উদ্বোধনকালে এমপি জ্যাকব বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের সময়ে সারাদেশে উন্নয়ন কাজ অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় চরফ্যাসন উপজেলায় ডাকবাংলোর উদ্বোধন হলো। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের উপজেলা পর্যায়ে লিফটসহ ৪ তলা পরিবেশ বান্ধব ডাকবাংলো এই প্রথম।