চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন, ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামের ফাতেমা বেগম (৪২) ও ধরমপুর গ্রামের হেলাল (৩৫)।
শনিবার সকাল ৮টার দিকে ভোলাহাট-শিবগঞ্জ সড়কের ফলিমারি বিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে আরো ২ সিএনজি যাত্রীসহ ৩জন আহত হয়েছেন। তাদের ভোলাহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, শিবগঞ্জ থেকে ছেড়ে আসা ভোলাহাটগামী মিনি ট্রাকের সাথে, শিবগঞ্জগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক নারীসহ সিএনজির দুই যাত্রীর নিহত হয়। আহত হয়েছে চালকসহ তিনজন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি পুলিশের হেফাজতে আছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।