স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল। তাদের কেউ ভোট দেবে না। দেশের জনগণ এখনো তাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায়নি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে জামাত-বিএনপি। তাদের এই অপ- তৎপরতা কখনো বাস্তবায়ন হবে না।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছেন। তারা বেঁচে থাকতে দেশে কোন ধরনের অপ- তৎপরতা মেনে নেওয়া হবে না। বিএনপি অচিরে বুঝতে পারবে তারা একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল। তিনি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। ধুলিস্যাৎ হয়ে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকিত বাংলাদেশ গড়া।
শনিবার (২২ জুলাই) বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত নটাখোলা পুলিশ তদন্ত কেন্দ্র ও মুক্তিযোদ্ধা মুরাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতায় যেতে হলে নির্বাচন আসতে হবে। ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। তিনি বলেন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ থাকে।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, মানিকগঞ্জের ডিসি মোহাম্মদ আব্দুল লতিফ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী হেলিকপ্টার যোগে হরিনাঘাট চরে অবতরণ করেন। এ সময় দুর্গম চরাঞ্চলের উৎসুকি জনতা মন্ত্রী ও সফরসঙ্গীদের অভিনন্দন জানান।