কমিটি ঘোষনা করা ছারাই শেষ হয়েছে রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। শুক্রবার রাতে সম্মেলনের দ্বিতীয় পর্বে এ ঘোষনা দেয়া হয়।এ সময় কেন্দ্রীয় নেতারা বলেন দ্রুত সময়ের মধ্যে এই কমিটির গুরুত্বপূর্ণ পদ ঘোষনা করা হবে বলে নেতারা জানান।
এদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদ দুইটির বিপরীতে ১৩ জন প্রার্থী তাদের নাম প্রকাশ করেছে। এরমধ্যে সভাপতি পদে ৬ জন ও সাধারন সম্পাদক পদে ৭ জন উল্লেখ্য করেন।
সভাপতি পদে আলমগীর শেখ তিতু, আসাদুজ্জামান শামীম, আনিসুর রহমান, শামীম রেজা লিটন, আব্দুস সাত্তার ও নিমাই কর্মকার এবং সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান চৌধুরী, জাকারিয়া মাসুদ রাজিব, মানিক সরদার, নজরুল ইসলাম রুবেল, শেখ মোঃ রুহুল আমিন, ইফতি সৌরভ ও মিলন মিয়া প্রার্থী হয়েছেন।
এরআগে বিকালে জেলা শহরের জেলা স্কুল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়ানোর মাধ্যমে শুরু হয় সম্মেলনের প্রথম পর্ব। পড়ে পরিবেশিত হয় স্বেচ্ছাসেবক লীগের থিম সং।
এদিকে দীর্ঘ প্রায় এক যুগ পর অনুষ্ঠিত হলো রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এর আগে সবশেষ সম্মেলন হয়েছে ২০১২ সালে। এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। যার ফলে দুপুর থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসতে থাকে।এবং স্লোগান স্লোগানে মুখরিত করে তোলেন সম্মেলনস্থল।
নেতারা আরও বলেন,আর কয়েক মাস পরেই জাতীয় সংসদ নির্বাচন,এই নির্বাচনে নৌকাকে বিজয়ী করা লক্ষ্যে ও আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার ক্ষেত্রে রাজবাড়ীতে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক লীগ কমিটির দেয়া হবে।