বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা শাখা'র উদ্যোগে (২২ জুলাই) শনিবার রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালায় মাঠ প্রাংগনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ জিল্লুল হাকিম এমপি,সভাপতি জেলা আওয়ামী লীগ,রাজবাড়ী। বিশেষ অতিথি জনাব কাজী কেরামত আলী এমপি, সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ, রাজবাড়। জনাব কাজী ইরাদত আলী,সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী,রাজবাড়ী। জনাব সালমা চৌধুরী রুমা এমপি,সংরক্ষিত আসন, রাজবাড়ী ও সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ রাজবাড়ী। জনাব এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, চেয়ারম্যান,জেলা পরিষদ রাজবাড়ী। আরও উপস্থিত ছিলেন জনাব মহম্মদ আলী চৌধুরী, সাবেক মেয়র রাজবাড়ী পৌরসভা ও সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ রাজবাড়ী।আনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ শওকত হাসান, সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ,রাজবাড়ী জেলা শাখা। সঞ্চালনা করেন জনাব নুরুজ্জামান মিয়া সোহেল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজবাড়ী জেলা শাখা।
এ সময় নেতারা তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা'র নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নতিকরণে লক্ষ্যে,আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করা লক্ষ্যে সবাইকে সব ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে।
বক্তৃতারা আরও বলেন, বিএনপি-জামাত এদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।কিন্তুু বাংলাদেশ আওয়ামী যুবলীগ এদেশের নিরীহ মানুষের পাশে থেকে কাজ করতে চায়।এ দেশের জনগন বিএনপি-জামাতের সকল সন্ত্রাস কার্যকলাপকে প্রতিহত করে আবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করবে।