শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিবগঞ্জে ফ্রুট বাগ ব্যবহার করে আম চাষীদের মাথায় হাত

    সফিকুল ইসলাম, চাঁপাাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২১ জুলাই, ২০২৩ ০৯:৪৬ অপরাহ্ন

      শিবগঞ্জে ফ্রুট বাগ ব্যবহার করে আম চাষীদের মাথায় হাত

    আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলার  শিবগঞ্জে নিরাপদ আম উৎপাদনের লক্ষ্যে আম চাষীরা ১০ কোটি ফ্রুট ব্যাগ ব্যবহার  করে শতাধিক আম চাষী প্রতারণা শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন কোম্পানীর ফ্রুট ব্যাগ  ব্যবহার করে চাষীরা। প্রতিবছর ফ্রুট ব্যাগ ব্যবহার করে লাভবান হয়েছে আম চাষীরা। কিন্তু এ বছর ফ্রুট ব্যাগ ব্যবহার করা বেশীর ভাগ আম  পঁচে ও ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। এতে হতাশ  শিবগঞ্জ উপজেলার  কয়েক হাজার আম চাষী। তবে  সংশ্লিষ্ট্ বিভাগের কর্তৃপক্ষ আম নষ্ট হওয়ার কারণ অনুসন্ধান চালাচ্ছেন।  

    আম নষ্ট হওয়ার ক্ষেত্রে  শিবগঞ্জে  কয়েক ‘শ প্রজাতির আম  রয়েছে। তার মধ্যে জি আ্ই  সনদপ্রাপ্ত আশ্বিনা আমে  ফ্রুট ব্যাগ  ব্যবহারের সংখ্যাই বেশী। আশ্বিনা আম জি  আই সনদ পেয়ে উচ্ছাসিত ছিল  আম চাষীরা। কিন্তু ফ্রুট ব্যাগ ব্যবহার করা আশ্বিনা আম ফেটে ও পঁচে পোকার আক্রমনে নষ্ট হওয়ায়  হতাশ আম চাষীরা। গত বছর ফ্রুট ব্যাগ ব্যবহার করে কয়েক হাজার আম চাষীরা লাভবান হওয়ায়  এ বছর ফ্রুট ব্যাগ ব্যবহারের সংখ্যাও ব্যাপকহারে বেড়েছে। এর আগে আম চাষীরা ফ ্রুট ব্যাগ ব্যবহার করা আম নষ্ট হতে দেখেনি বলে আম চাষীরা জানান। অতিরিক্ত লাভবান হওয়ার আশয়  সরকারীভাবে ফ্রুট ব্যাগ কৃষি  পণ্যের উপকরণাদি  হিসাবে আমদানী না হলেও সাধারণত: যারা ব্যাগ ব্যাগ  আমদানী করে তার নিকট হতে উচ্চমূল্য দিয়ে ব্যাগ ক্রয় করে আম চাষীরা। প্রতিটি ব্যাগ সাড়ে  চার টাকা দরে ক্রয় করতে হয়। এতে আম চাষীদের খরচ অনেক বেশী হচ্ছে।  প্রতারণা শিকার হয়েছে এমনি  ফ্রুট  ব্যাগ তৈরীর অন্যাতম কোম্পানী হলো মধুমতি। এ  মধুমতি কোম্পানীর ২০ হাজার  ফ্রুট ব্যাগ ব্যবহার করে চরমভাবে প্রতারণার শিকার হয়েছেন শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবরী হঠাৎপাড়া গ্রামের দুরুল হোদা। এ কোম্পানীর ব্যাগ ব্যবহার করে তার আমবাগানের প্রায় দুই শত মণ  আশ্বিনা আম নষ্ট হয়ে গেছে। ফ্রুট ব্যাগ ব্যবহার করে  পঁচে যাওয়া আমগুলো  বিক্রয় করা যাচ্ছে না।

    সরেজমিনে বৃহস্পতিবার সকালে শাহাবাজপুর ইউনিয়নের নলডুবরী বাজারের পাশে আম বাগানের মালিক দুরুল হোদার সাথে  কথা হয় এ প্রতিবেদকের। তিনি জানান, মৌসুমের শুরুতেই আমাদের গ্রামের শরিফ উদ্দিনের মাধ্যমে মধুমতির কোম্পানীর   ২০ হাজার ফ্রুট ব্যাগ প্রতি ব্যাগ সাড়ে  চার টাকা দরে  ক্রয় করে  আশ্বিনা আমে ব্যবহার করে প্রতারণার শিকার হয়েছি। ব্যাগ ব্যবহার করে নিশ্চিতে ছিলাম। কিন্তু আম গাছ থেকে পাড়ার সময় দেখি  সব আম ফেটে ও পচে ও পোকার আক্রমনে নষ্ট হয়ে গেছে।

    অন্য একজন আম চাষী সেতাউর রহমান জানান, আমি মধুমতি কোম্পানীর  আড়াই হাজার ফ্রুট ব্যাগ  ক্রয় করে আশ্বিনা আমে ব্যবহার করেছিলাম। আমিও গাছ থেকে আম পাড়ার সময় দেখি  সব আম নষ্ট হয়ে গেছে। আমাদের সাথে  মধুমতি কোম্পাানী প্রতারণা করেছে। কারণ আমরা জানি যে ফ্রুট ব্যাগ ব্যবহার করলে পোকায় আম আক্রমণ করতে পারে না।  এমনকি আম ফাটে না ও পঁচে না। কিন্তু মধুমতির ফ্রুট ব্যাগ ব্যবহার করে আম পঁেচছে, ফেটেছে ও পোকায় আক্রমণ করেছে। কারণ হিসাবে জানতে পেরেছি ফ্রুট ব্যাগগুলি উন্নত নয়। এ বিষয়ে ফ্রুট ব্যাগ বিক্রেতা শরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি শুধু মাধ্যম হিসাবে  মধুমতির ফ্রুট ব্যাগগুলি আমার গ্রামের দুরুল হোদাকে ক্রয় করে দিয়েছি। এখানে আমার লাভ ক্ষতি কিছুই নেই। তবে শুনেছি কিছু আম নষ্ট  হয়েছে।  একই ভাবে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক আমচাষী ফ্রুট ব্যাগ ব্যবহার করে ফ্রুট ব্যাগের ভিতর আমগুলি  ফেটে, পঁচে ও  পোকার আক্রমনে নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত তুলেছে।

    এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ শরিফুল ইসলাম জানান, আমি শুনেছি এবং আমি  ও সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে কয়েকটি আম বাগান পরিদর্শন করেছি। পরিদর্শনে যা পেয়েছি  তাতে  ফ্রুট ব্যাগ ভাল বা খারাপের কারণে আম নষ্ট হয়নি। আম নষ্ট হয়েছে ফ্রুট ব্যাগ ব্যবহারে ভুল হওয়ার কারণে। তিনি বলেন ফ্রুট ব্যাগ ব্যবহার করতে হবে আমের গুটি হওয়ার কিছুদিন  পরেই অর্থার প্রায়  ৪৫দিনের মধ্যে। তার  আগে কৃষি অফিসারদের সাথে আলোচনা সাপেক্ষে স্প্রে করতে হবে। ব্যাগ ব্যবহারের পর মাঝে মাঝে  দেখা শুনা করতে হবে।  কিন্তু যে আম চাষীরা ফ্রুট ব্যাগ ব্যবহার করেছেন  তারা অনেক দেরীতে ফ্রুট ব্যাগ ব্যবহার করেছেন।ব্যাগ ব্যবহারের আগে আম গাছে উপযুক্ত স্প্রে না করে  কম স্প্রে  করেছে। ফ্রুট ব্যাগ ব্যবহারের সময় শিশুদের দিয়ে ব্যাগ  ব্যবহার কেেছ।  ফালে ফ্রুট ব্যাগ ব্যবহারের পর আমে  পোকা আক্রমণ করতে পেরেছে। এ সমস্ত কারনেই আম নষ্ট হয়েছে। তারপর  আমরা নমুনা  সংগ্রহ করে  চাঁপাইনবাবগঞ্জ আমগবেষণা কেন্দ্রে পাঠিয়েছি। চেষ্টা করছি আম নষ্ট হওয়ার কারণ  আবিস্কারের। তাছাড়া পরিদর্শন শেষে প্রতিবেদন আকারে আমি কেন্দ্র অফিসে জানিয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ জুলাই, ২০২৩ ০৯:৪৬ অপরাহ্ন