শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের বীরমুক্তিযোদ্ধা জিন্নাত আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। বিকেল সাড়ে ৫টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় রানীনগর গোরস্থানে দাফন তার মরদেহ দাফন করা হয়।
জানাযায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, বীরমুক্তিযোদ্ধা আবদুল হামিদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিরা।