সাটুরিয়ায় বার্ষিক কর্ম সম্পাদন (এপিএ) ২০২৩-২০২৪ এর আওতায় সচেতনতা মূলক চলচ্চিত্র প্রদর্শন করেছে জেলা তথ্য অফিস। সোমবার (১৭ জুলাই) সাটুরিয়া উপজেলার ভাঙা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেণীর-পেশার নারী- পুরুষ চলচ্চিত্র উপভোগ করেন।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন জানান, বার্ষিক কর্ম সম্পাদন এর আওতায় জনসচেতনতামূলক চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও তথ্য চিত্র প্রদর্শন করা হয়।