শিবগঞ্জে ৩০০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। আটককৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামের আব্দুল খালেক ওরফে ভুটুর ছেলে আকরামুল ওরফে আকরাম (৫০) ও ভোলাহাট উপজেলার আদমপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে নুরুল ইসলাম (৪৫)।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই আসগর আলীর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স ১৫ জুলাই শনিবার (শুক্রবার দিবাগত রাত) ৪ টার দিকে আকরামের বাড়িতে অভিযান চালিয়ে শয়ন ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফেনসিডিল বহনের জন্য একটি বিশেষ কায়দায় তৈরিকৃত বডি সেটিং চার্জার ভ্যানও জব্দ করে ডিবি।