শিবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজার সহ পাঁচজনকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার শুক্রবার বিকেলে ৬০ কেজি গাঁজাসহ পাঁচজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভাট৬ নং ওয়ার্ডের রসুলপুর এলাকার মৃত মংলুর ছেলে আনারুল (৩০), নয়ালাভাঙ্গা গুনগুনি পাড়ার সেরিনা বেগম ও নাইমুল ওরফে চেন্টুর ছেলে দুরুল (৩৫), উত্তর উজিরপুর চামাগ্রামের টগরী খাতুন ও আব্দুর রাজ্জাকের ছেলে কালাম (৪৫), নয়ালাভাঙ্গা মেনিপাড়ার মৃত গিনিয়ারা বেগম ও মৃত আমজাদ আলীর ছেলে রজব আলী (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিগ্রাম নতুনপাড়ার জহুরুন নেছা ও মৃত ওসমান আলীর ছেলে ইসারুল ইসলাম ওরফে বাবু (৩৭) শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামের কালাম মোড়লের বাড়ির পাশে ইটের হেয়ারিং রাস্তার উপরে একটি পিক-আপ থেকে ৬০ কেজি গাঁজাসহ পাঁচজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।