রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের কৃতি সন্তান,জাতীয় গণমাধ্যমে সাহসী কার্টুনিস্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি এম এ কুদ্দুস (৪৮) রাজধানী ঢাকার তেজগাঁও শাহীনবাগের কুয়েতী মসজিদের পাশে তার বাসায় শনিবার সকাল ৬টার দিকে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।মৃতুকালে স্ত্রী ও নবম শ্রেনীতে পড়ুয়া একমাত্র কন্যা সন্তানসহ অসংখ্য সহকর্মী, আত্বীয়-স্বজন রেখে গেছেন।
জানাগেছে, রাজধানী ঢাকায় বাদ যোহর জানাজা শেষে মরদেহ রাজবাড়ী গ্রামের বাড়ীর উদ্দেশ্যে দাফনের জন্য আনা হয়। বিকাল ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবে আনা হয়।সেখানে প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ তার গ্রামের বাড়ী নিয়ে যাওয়া হয়।রাতে এশার নামাজের পর বেনীনগর ইসলামপুর ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাযা শেষে মহাদেবপুর আজিরন নেছা কবরস্থানে দাফন করা হয়।
এদিকে,কাটুনিষ্ট এম এ কুদ্দুসের অকাল মৃত্যুতে রাজবাড়ীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। অধিকাংশ পরিচিত সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছে।বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে তার মরদেহ আনা হয়।সে সময় রাজবাড়ী বিভিন্ন সাংবাদিক সংগঠন,জেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজত করা হয়।