শিবগঞ্জে এক জমি ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি হলো শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে জিয়াউর রহমান। ঘটনাটি ঘটেছে শুক্রবার ৭ই জুলাই ২০২৩ বিকেলে উপজেলার পৌর এলাকার স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১২জুলাই বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছে ভুক্তভোগী মো: জিয়াউর রহমান।
এজাহার সূত্রে জানা গেছে জমির প্লট বেচাকেনা করেন জিয়াউর রহমান। গত ৬ মাস পূর্বে আরিফ, আতিক ও রাজন তার নিকট থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করলে তিনি দিতে অস্বীকৃতি জানাই।এরই সূত্র ধরে গত ৭ই জুলাই ২০২৩ বিকেলে তিনি জমির প্লট দেখাশুনা করার সময় তারা আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে । জিয়া কারণ জানতে চাইলে তারা বিভিন্ন দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত করে। এসময় তার নিকট থাকা সাড়ে ১০ হাজার টাকাও তারা ছিনিয়ে নেয়।জিয়ার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায। এ সময় তারা উদ্ধার করে আশঙ্কাকজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, এজাহার পেয়েছি। তদন্ত শেষে আইননুগ প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।