শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রাজশাহীর বঙ্গবন্ধু নভো থিয়েটার উদ্বোধনের অপেক্ষায়

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ জুলাই, ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ন

    রাজশাহীর বঙ্গবন্ধু নভো থিয়েটার উদ্বোধনের অপেক্ষায়

    বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের পর, নবনির্মিত বঙ্গবন্ধু নভো থিয়েটার রাজশাহীর এযাবত কালের সর্ববৃহৎ অবকাঠামো। বঙ্গবন্ধু নভো থিয়েটারের অভ্যন্তরীণ সজ্জাসহ নির্মাণ কাজ শেষ এবং ইতোমধ্যে তা দৃশ্যমান হয়েছে। আগামী এক মাসের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ বঙ্গবন্ধু নভো থিয়েটার দর্শকদের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের সামনের অংশে ২.৩০ একর ভূমির উপর প্রতিষ্ঠিত নভো থিয়েটার অবকাঠামোগত উন্নয়নের কাজ শেষে, দৃশ্যমান হয়ে এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ জানান, তারা বাহ্যিক ও অভ্যন্তরীণ নির্মাণ কাজ শেষ করেছেন। রাজশাহী মহানগরীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার নির্মান’ প্রকল্পটি ২৩২ কোটি ৭৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নভো থিয়েটার কর্তৃপক্ষ এবং গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির ভৌত অবকাঠামো এবং সরঞ্জাম স্থাপনের কাজ নির্ধারিত ধাপে সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

    প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, বঙ্গবন্ধু নভো থিয়েটারে বৈজ্ঞানিক ও ডিজিটাল প্রদর্শনী, ফাইভ-ডি সিমুলেটর থিয়েটার, টেলিস্কোপ এবং কম্পিউটারাইজড টিকিট ও সাজসজ্জার ব্যবস্থাসহ আধুনিক প্রযুক্তির ডিজিটাল প্রজেক্টরের ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি প্ল্যানেটোরিয়াম রয়েছে। এছাড়াও এখানে একটি করে ৯-ডি ও  ৫-ডি হল, মুজিব কর্ণার ও বৈজ্ঞানিক গ্রন্থাগার এবং এখানকার সমস্ত কার্যক্রম ১২০টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করার ব্যবস্থা রয়েছে ।

    নভো থিয়েটারের ৮০টি গাড়ির পার্কিং স্পেসসহ একটি ৩৯ হাজার ৫০০ বর্গফুট বেসমেন্ট রয়েছে। প্রথম তলায় অফিস ব্লক, প্রদর্শনী স্থান ও ক্যাফেটেরিয়া এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সমস্ত অফিস ব্লক, ২০০ আসনের  প্রদর্শনী স্থান এবং ১৬০টি আসনবিশিষ্ট গ্রহমন্ডল রয়েছে। এই নভোথিয়েটারে সিসিটিভি, ২০০০-কেভিএ পাওয়ার সাবস্টেশন, ৫০০-কেভিএ জেনারেটর, তিনটি লিফট, দুটি এসকেলেটর এবং চারটি এলিভেটরের মতো অন্যান্য প্রয়োজনীয় সুবিধাদিও রয়েছে।

    প্রকল্প পরিচালক আজম-ই-সাদাত বলেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়েছে এবং আশা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যে এটি চালু করা সম্ভব হবে। তিনি বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনের পাশাপাশি জনগণের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অ্যারোনটিক্স সম্পর্কে জ্ঞান সম্প্রসারণের উপর জোর দিয়ে প্রকল্পটি গ্রহণ করেছে। আজম সাদাত বলেন, নভো থিয়েটার রাজশাহী এবং সমগ্র উত্তর-পশ্চিমাঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার পাশাপাশি বিনোদনের একটি চমৎকার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

    তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে সফলভাবে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে নতুন প্রজন্মের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি মহাকাশ শিক্ষা ও গবেষণা অপরিহার্য।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও বিচক্ষণ নেতৃত্বে বর্তমান সরকার তরুণ প্রজন্মের পাশাপাশি শিক্ষার্থীদের আরও বেশি করে বিজ্ঞান ও প্রযুক্তি শিখতে উৎসাহিত করার জন্য অত্যন্ত আন্তরিক রয়েছে। (বাসস)।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৪ জুলাই, ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ন