রাজবাড়ী পাংশার সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম (৬০) ট্রেনের ধাক্কায় পরে গিয়ে হাতের চারটি আঙুল কাটাসহ গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে রেলস্টেশনের পূর্ব দিকে কুড়াপাড়া রেলগেট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।তিনি পাংশা পৌরসভার নারায়ণপুর গ্রামের একদিল আলী মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষক সিরাজুল ইসলাম পায়ে হেঁটে পাংশা কুড়াপাড়া রেলগেট পার হচ্ছিলেন। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে ডান হাতের চারটা আঙ্গুল কেটে পড়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্বার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।শারীরিক অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু বলেন, তিনি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।