শিবগঞ্জের দুই পথ শিশুকে সেল্টার হোমে আশ্রয় দিলো এসিডির হেড অফিস। পথ শিশু দুই জন হলো শিবগঞ্জ পৌরসভারধীন স্টেডিয়াম এলাকার মৃত শ্রী মিঠন ভকতের মেয়ে নন্দিনী ভকত(১৪) ও রাশী ভকত(১২)। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের মাধ্যমে এসিডির হেড অফিসের প্রোগ্রাম অফিসার আব্দুল হান্নানের হাতে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম ও দুই শিশুর চাচী সীমা ভকত। ওই দুই পথ শিশুর চাচী জানান শিশু দুইটির মা আগে পালিয়ে গিয়েছিল। তিন বছর আগে তাদের বাবা মারা গেলে আমি তাদের দেখাশুনা করতাম। এক পর্যায়ে সোসাল ওয়ার্কার আলো খাতুনে মাধ্যমে শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চনের সাথে সাক্ষাত করলে তিনি এসিডির মাধ্যমে শিশু দুটির আশ্রয়ের ব্যবস্থা করে দেন।