রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারিজ এলাকায় চেকপোস্ট করে বাসে তল্লাশি চালিয়ে ৪শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃ মাদক কারবারি হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার শিমলা এলাকার (বর্তমান ঠিকানা পাঁচঠাকুরি এলাকা) আব্দুল সালাম এর ছেলে রাসেল আহম্মেদ (২০)।মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
একই দিন সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারিজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে বাসের যাত্রীদেরকে তল্লাশি করা হলে যাত্রীবেশী মাদক কারবারি রাসেল আহম্মেদের নিকট থেকে ৪শ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানায় মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।