রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে হেরোইন সহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা (সালমা বাড়ীওয়ালীর ভাড়টিয়া) তমেজ মিয়া'র মেয়ে রোকেয়া বেগম (৪৬)।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
এর আগে সোমবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকা হইতে ৬০ পুরিয়া হেরোইন সহ ঐ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এপ্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।