শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভোগান্তীদের

    কানসাটে যানজটের ভোগান্তিতে অস্থির বিভিন্ন পেশার মানুষ

    সফিকুল ইসলাম, চাঁপাাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১০ জুলাই, ২০২৩ ১২:৫১ অপরাহ্ন

    কানসাটে যানজটের ভোগান্তিতে অস্থির বিভিন্ন পেশার মানুষ

    শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:আমের রাজধানী নামে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এখন যানজটের রাজধানীতে পরিণত হয়েছে। ভোগান্তিতে অস্থির হাজার হাজার মানুষ।শত শত, পণ্যবাহী ও যাত্রী বাহী যানবাহ পড়ছে ভোগান্তিতে।ভোগান্তীরা প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছেন। তাদের ভাষ্যমতে প্রশাসন নিরব থাকার কারনে যানজট দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে প্রশাসন ভাষ্য হলো মনিটরিংয়ের মাধ্যমে যানজট কমানো হয়েছে।যানজটের কারণে আম ব্যবসায়ী,আমচাষী, শিক্ষার্থী, শিক্ষক,বিভিন্ন যানবাহন ও যাত্রীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে। বিঘ্ন ঘটছে সঠিক সময়ে গন্তব্য স্থানে পৌঁছতে।সরেজমিনে গত বৃহস্পতি, শুক্রবার ও শনিবার কানসাট বাজারে ঘুরে যানজটে ভয়াবহ চিত্র দেখা গেছে।

    চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ রোডের কানসাট বাজার এলাকার হতে ধোপপুকুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে  সোনামসজিদ স্থলবন্দরের পণ্যবাহী শতাধিক ট্রাক, যাত্রীসহ অটো,মাহেন্দ্র, রিক্সা,ভ্যান যানবাহন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। শুধু সেখানেই নয়, কানসাট ব্রীজ এলাকা হতে দক্ষিণ দিকে প্রায় এক কিলোমিটার গোপালনগর মোড় হতে পূর্ব দিকে প্রায় এক কিলোমিটার, গোপালনগর মোড় হতে রাজার বাড়ি পর্যন্ত প্রায় এক  কিলোমিটার, কানসাট ব্রীজ হতে পশ্চিমে প্রায় এক কিলোমিটার  যানবাহন যানজটের কবলে পড়ে আটকে আছে। অনেকেই আবার রোগী নিয়ে আটকে পড়ায় রোগীর কষ্টে যেন আকাশবাতাস ভারী হয়ে উঠছে। চাঁপাইনববগঞ্জ দেবী নগর থেকে ভ্যানে আম নিয়ে আস জাইনুদ্দীন জানান, যানজটের কারণে আমের ভ্যান নিয়ে প্রায় দুই ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। জানিনা কখন যানজট থেকে মুক্ত হয়ে আমের বাজারে ঢুকতে পারবো। কখনই বা আম বিক্রী করতে পারবো। একই কথা বললেন চককীর্তি থেকে আগত রাজ্জাক,জাহাঙ্গীর হোসেন,শিবনগর থেকে আসা জোহরুল ইসলাম সহ প্রায় ২৫/৩০জন ভ্যানে করে আম বিক্রী করতে আসা  আম বিক্রেতার একই অবস্থা বলে জানান।  সোনামসজিদ থেকে পাথর বোঝাই ট্রাক পাথর আনলোড করে আবার সোনামসজিদ ফিরে যেতে ট্রাক নিয়ে দাঁড়িয়ে থাকা চালক জেম  সহ আরো কয়েকজন চালক বলেন যে প্রায় দুই ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। জানিনা কখন মুক্ত হতে পারবো।

    তিনি আরো বলেন, প্রতিবছরই আমের মৌসুমে আমাকে এভাবেই যানজটের শিকার হতে হয়। তবে এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ বলেন যদিও এটি ট্রাফিক পুলিশের কাজ, তবুও আমরা বৃহত্তর জনস্বার্থে প্রতিদিন  পাঁচজন করে পুলিশ মোতায়েন করে যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।অনেক সফল হয়েছি। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর কানসাটে যানজট অনেকটা কম। তাছাড়া আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রায মনিটরিং করে যানজন নিরসন করছি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ জুলাই, ২০২৩ ১২:৫১ অপরাহ্ন