রাজবাড়ী পাংশায় সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ব্যাপক অনিয়মের অভিযোগে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।
পাংশা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে উপজেলার কলিমহর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধানুরিয়া গ্রামে ৯৭ লাখ ৬৮৮ টাকা মূল্যের ১১০০ মিটার সড়ক নির্মাণকাজ করছে,কাজটি সাবকন্ট্রাক্ট নেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বাঁধন ট্রেডার্স।
এলাকাবাসীর অভিযোগ, শিডিউলের তোয়াক্কা না করে ইচ্ছামতো সড়ক নির্মাণ করছেন ঠিকাদার।নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে।কাজের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। এ কারণে গতকাল সকালে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করাতে বাধা প্রদান ও পরে কাজ বন্ধ করে দিয়েছে ক্ষুব্ধ জনতা। ভালো ইটের খোয়া না এনে কাজ করতে গেলে কাজ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন এলাকাবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইদ্রিস মণ্ডল বলেন,ভুলবশত ইটের খোয়াগুলো ওই সড়কে নেওয়া হয়েছিল।পরে জানতে পেরে সেগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিম্নমানের ইটের খোয়াগুলো সরিয়ে নিতে বলা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে।পরে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে।