রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মাদক বিরোধী অভিযানে হত্যা ও চাঁদাবাজিসহ ৪ মামলার আসামি নয়ন মৃধা (৩০) নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃত আসামী নয়ন মৃধা গোয়ালন্দ উপজেলার পৌর শহরের ৯ নং ওয়ার্ডের ইবাদুল্লাহ মিস্ত্রি পাড়া’র কালাম মৃধা’র ছেলে।
জানাযায়,শুক্রবার (০৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার নতুন পাড়া নামক এলাকা’র মোঃ রাজু ফকির এর বাড়ীর সামনে রাস্তার উপর থেকে ৬শ গ্রাম গাঁজা সহ নয়নকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।তিনি আরও জানান,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু দায়ের করে,রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।