শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিলেন গোয়ালন্দ পৌর মেয়র

    গোয়ালন্দ থানা প্রতিনিধি

    ১০ জুলাই, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ন

    অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিলেন গোয়ালন্দ পৌর মেয়র

    মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।রোববার (০৯ জুলাই) বেলা ১১টায় দিকে পৌরসভা মিলনায়তনে গোয়ালন্দ পৌরসভার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

     

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌরসভার মেয়র বলেন, ৭ জুলাই দৈনিক সমকাল পত্রিকায় 'গোয়ালন্দ পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে' ও ৮ জুলাই দৈনিক কালের কন্ঠ পত্রিকায় 'পদে পদে মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে' শিরোনামে প্রকাশিত সংবাদে তাকে ও তার স্ত্রীকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

     

    মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।

     

    তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্যে বলেন, দৈনিক সমকাল ও কালেরকণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে যেসব তথ্য উল্লেখ করে সংবাদ করা হয়েছে, তার মধ্যে বাসষ্ট্যান্ড হতে তোরাইয়ের মোড় পর্যন্ত বাজার রাস্তার কাজের ঠিকাদার কার্পেটিং কাজ সম্পন্ন করলেও অর্থ সঙ্কটের কারনে এখন পর্যন্ত কাজের বিল বা একটি টাকাও প্রদান করা হয়নি। তাহলে কি করে ওই অর্থ আমি আত্মসাৎ করলাম ।

     

    মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন বিএনপি ও জামায়াত জোট সরকারের ক্ষমতাকালীন সময়ে হামলা, মামলা এবং নির্যাতন থেকে রক্ষা পেতে আমি বেশ কয়েক বছর আগে Human Rights Project এ প্রজেক্ট অফিসার হিসাবে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও কখনো দৌলতদিয়া ঘাটের দালালী পেশার সাথে সম্পৃক্ত ছিলাম না। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগি সংগঠন ছাত্রলীগ, এরপর গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সভাপতিসহ গোয়ালন্দ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। আমি স্বাভাবিক ভাবে জীবন-যাপন করি। সেখানে আমি কি করে কোটি টাকার মালিক হলাম?

     

    তিনি আরও বলেন, দীর্ঘদিনের জড়াজীর্ণ পৌরসভা কার্যালয়কে আধুনিকায়নের কাজ করা হয়েছে। পৌরসভা মেয়রের কক্ষ, কর্মকর্তাদের কক্ষ, সভা কক্ষসহ মিলনায়তনকে আধুনিক গৃহসজ্জা সামগ্রী দিয়ে (আসবাবপত্র, চেয়ার, টেবিল, সোফা সেট, কার্পেট, ওয়াস রুম, এসি, লাইটিং, পর্দা, সার্ভিস রুমের আলমারী, সার্ভেয়ার এর আলমারী) ডেকোরেশনের কাজ সম্পন্ন করা হয়েছে। যে কাজ করা হয়েছে সে হিসেবে প্রতিটি বিষয় যদি নিখুঁত আকারে হিসেব করা যায়, তাহলে উল্টো নির্ধারিত টাকার চেয়ে আরো বেশি খরচ করা হয়েছে। কাজগুলো ০৪ টি প্যাকেজ এর মাধ্যমে ০৪টি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করে এবং নিয়ম অনুসারে বিল উত্তোলন করেন।

     

    এছাড়া জাতির জনকের শাহাদৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস পৌরসভার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। দিনব্যাপী কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিতি সকলের মাঝে তবারক (খিচুরি) বিতরণের কর্মসূচি পালন করা হয়। এতে পৌরসভার ২৬ হাজার টাকার মতো অর্থ খরচ হয়েছে। অথচ অতিব দুঃখের বিষয়, সেই জাতীয় শোক দিবস পালন নিয়েও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। কুচক্রি মহল মাত্র ৫ কেজি জিলাপির কথা বলে কর্মসূচিকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং সংবাদ প্রকাশ করেন ৬৫ হাজার টাকার বিল তুলেছেন। যে সংবাদটির কোন সত্যতা নেই ।

     

    তিনি বলেন সম্পূর্ন ভূল তথ্য সরবরাহ করে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে মানহানি করতে এবং গোয়ালন্দ পৌরসভার চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে কুচক্রি মহলের এই হিন চেষ্টা। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

     

    পরিশেষে গোয়ালন্দ পৌরবাসীর পাশে থেকে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। একই সাথে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত ঘোষনা করছি।

     

    এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মো. রুহুল আমিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর, রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ জুলাই, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ন