রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের অভিযানে ৬০০ গ্রাম গাঁজা সহ এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আসামী ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয়। গোয়ালন্দ পৌরসভা ৯ নং ওয়ার্ডের কালাম মৃধার ছেলে নয়ন মৃধা কে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ থানা পুলিশ জানায়, শুক্রবার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার নতুন পাড়া এলাকা থেকে গাঁজাসহ উক্ত আসামীকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মাদকবিরোধী অভিযানে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাঁজাসহ ১জন গ্রেফতার করে। শনিবারে আদালতে প্রেরণ করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত নয়ন মৃধা (৩০) এর বিরুদ্ধে পূর্বের খুন চাঁদাবাজীসহ আরও ৪ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।