রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নে বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আওয়ামীলীগের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়েজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তি যোদ্ধা আকবর আলী মর্জি।এ ছাড়া আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুর মেহাম্মদ ভূইয়া,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রমজান আলী খান,শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ মোঃ ফরিদ আহম্মেদ, সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা,সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ সানাউল্লা বিশ্বাস,সদস্য ও সাবেক চেয়ারম্যান তোরাপ আলী মন্ডল প্রমূখ।
সভায় বক্তারা বলেন,আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে কিভাবে বিজয়ী করা যায় সে লক্ষে কাজ করতে হবে।আর প্রধানমন্ত্রী এ নির্বাচনে কাকে মনোনয়ন দিবে সেটা নিয়ে আমাদের ভাবনা নেই।যাকেই মনোনয়ন দেয়া হোক আমরা সবাই মিলে নৌকার পক্ষে কাজ করে তাকে বিজয়ী করব এবং শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাবো।নিজেদের মধ্যে কোন বিভেদ না রেখে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে, তাহলেই শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশের উন্নয়নে কাজ করতে পারবে।