রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারা গ্রামে হাসি বেগম (৩৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূর স্বামী মনিরুল কাজীকে পুলিশ শুক্রবার গ্রেপ্তার করেছে। নিহত হাসি বেগম একই গ্রামের মজিদ মোল্লার মেয়ে। অভিযুক্ত মনিরুল কাজী বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামের নজরুল কাজীর ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়, ২০ বছর আগে মনিরুল কাজীর সাথে হাসি বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে মনিরুল শশুর বাড়িতে স্বপরিবারে বসবাস করতো। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার গভীর রাতে মনিরুল তার স্ত্রীকে বাড়ির গোয়ালঘরের মধ্যে নিয়ে শ্বাসরোধে হত্যা করে।
সুলতানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার জাহিদ প্রামানিক জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে মনিরুল তার স্ত্রীকে হত্যা করেছে বলে এমনটি ধারণা করছে তার পরিবার।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন জানান, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্নের পর পরিবারের কাছে হন্তান্তর করেছে।পুলিশ অভিযুক্ত মনিরুল কাজীকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।