রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্ব পাড়ায় বসবাসরত ৫'শত সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে চাউল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর হলরুমে ৫০০'শ সুবিধাবঞ্চিত নারীদের প্রতি জনকে ২০ কেজি করে চাউল উপহার দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহা, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. জাকির হোসেন।
অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, পোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মনজু প্রমুখ।