পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জমে উঠেছে রাজবাড়ীর ২৬টি পশুর হাট। হাট গুলোতে ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটতে শুরু করেছে। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সরজমিনে খোজ-খবর রাখতে রোববার দুপুরে রাজবাড়ী বাজারের পশুর হাট পরিদর্শন করেছেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, রেজাউল করিম, মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (প্রবি) আসলাম সাগর, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদত হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন,পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।তিনি বলেন, গরু কেনা বেচার সুযোগে কোন কোন ক্ষেত্রে জাল টাকার আগমন ঘটতে পারে। সে দিকে বিশেষ নজর রাখতে হবে।পাশাপাশি কোনরুপ বিশৃঙ্খলা সৃষ্টি আভাস দেখা দিলেই কর্তব্যরত পুলিশ সদস্যদের জানাতে হবে।