পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ-এর চাউল বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠানিক ভাবে এই ভিজিএফ চাউল বিতরণী কার্যক্রমের উদ্ধোধন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রবের সভাপতিত্বে আয়োজিত চাউল বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খানসহ অন্যান্যরা।