শিবগঞ্জের এক স্কুলে অর্ধ বার্ষিকী পরীক্ষা চলাকালে ভিজিএফ'র চাল বিতরণ করেছেন এক ইউপি চেয়ারম্যান।ঘটনাটি শিবগঞ্জ উপজেলার কানসাট মাহিদুর রহমান মেমোরিয়ার বালিকা উচ্চবিদ্যালয়ে। সোমবার সকালে উপজেলার কানসাট ইউনিয়নের মাহিদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে ভিজিএফ'র চাল বিতরণ করেন কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল মুলক।
পরীক্ষা চলাকালে ভিজিএফ'র চাল বিতরণ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অত্র বিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী জানান, আমরা এই উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে এসেছি। কিন্তু আমাদের অর্ধ বার্ষিকী পরীক্ষা চলাকালে ভিজিএফ'র চাল বিতরণ করার উচ্চবিদ্যালয়ের ভিতরে অনেক মানুষের ভিড় জমে এবং মানুষের মুখের অনেক আওয়াজ হওয়ায় পরীক্ষায় বসে ঠিক মতো লিখতে পারছিলাম না। অনেক কষ্টে পরীক্ষা শেষ করে বের হয়েছি।
এদিকে ক্ষোভ প্রকাশ করে অভিভাবকরা অভিযোগ করে বলেন, আমাদের মেয়েদের পড়াশোনা ও নিরাপত্তার করার জন্য বালিকা বিদ্যালয়ে ভর্তি করেছি। কিন্তু আজকে আমাদেরকে সোনামণিদের অর্ধ বার্ষিকী পরীক্ষা চলাকালে ভিজিএফ'র চাল বিতরণ করেছে আমাদের বর্তমান চেয়ারম্যান। যা আমাদের হতবাক করেছে।
এব্যাপারে কানসাট মাহিদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সজল বলেন, আমার বিদ্যালয়ে অর্ধ বার্ষিকী পরীক্ষা চলামান। কিন্তু কানসাট ইউপি চেয়ারম্যান আমার কাছে এসে বিদ্যালয়ের কিছু অংশ ব্যবহার করার জন্য জানান। আমি চেয়ারম্যানের সম্মানের জন্য বিদ্যালয়ের এক অংশ ব্যবহার করতে দিয়েছি। কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউর মুলক বলেন, ইউপি চত্বরে জায়গার সংকুলান না হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে বিদ্যালয় চত্বরে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন , চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসারের আবুল হায়াত বলেন বিষয়টি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন।