প্রায় ৩২ ঘন্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ী থেকে ঢাকা সহ অভ্যন্তরীন সকল রুটে বাস চলাচল শুরু। রোববার রাত পৌনে ৯টার দিকে বাস চলাচল শুরুর বিষয় নিশ্চিত করেন রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক ও রাবেয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক লিটন।
তিনি বলেন, ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের বাস ঈদের আগ পর্যন্ত রাজবাড়ী দিয়ে চলবে না। রাজবাড়ীর জেলা প্রশাসক সে বিষয়ে তাদের আশ্বস্থ করায় তারা এখন থেকেই ঢাকাসহ সকল রুটে বাস চলাচল শুরু করছেন।
তিনি আরও বলেন, ঈদের পর ১০ থেকে ১৫ তারিখের মধ্যে এমপি সাজাহান খানের উপস্থিতে এ বিষয়ে আলোচনা হবে। এরআগ পর্যন্ত গোল্ড্রেন লাইনের বাস রাজবাড়ী দিয়ে চলবে না। এছাড়া দীর্ঘ প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে দৌলতদিয়া-ফরিদপুর সড়ক নিয়ে ঝামেলা চলছে। তখন সে বিষয়েও আলোচনা হবে।
এদিকে ফরিদপুরের গোল্ড্রেন লাইন পরিবহনের সাথে রাজবাড়ীর বাস মালিক সমিতির বিরোধের জের ধরে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে ঢাকাসহ অভ্যন্তরীন রুটে বাস চলাচল বন্ধ করে দেয় রাজবাড়ীর বাস মালিক সমিতি। এ সময় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জানাগেছে, রাজবাড়ী কোন বাস পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করতে দেয়া হয় না। কিন্তু ফরিদপুরের গোল্ডেন লাইন বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল শুরু করে। এ নিয়ে বিরোধে ১৫ জুন বিকাল থেকে রাজবাড়ী হতে ঢাকা সহ সকল অভ্যন্তরীন রুটে বাস চলাচল বন্ধ হলেও গতকাল ১৬ জুন রাতে আনুষ্ঠানিক ভাবে (১৭ জুন শনিবার) সকাল ৬টা থেকে অনিদ্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করে রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপ। পরে রাতেই জেলা প্রশাসকের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। এবং শনিবার সকাল থেকে যথাযথ নিয়মে বাস চলাচল শুরু হয়। হঠাৎ ওই দিন দুপুর থেকে আবারও জেলা থেকে দুরপাল্লা ও অভ্যন্তরীন সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক-শ্রমকিরা। পরে ঢাকা-রাজবাড়ীসহ কয়েক দফা মিটিং করে রাজবাড়ী জেলা প্রশাসকের আশ্বাসে বাস চলাচলের সিদ্ধান্ত নেয় রাজবাড়ী জেলা বাস মালিক সমিতি।