শিবগঞ্জে শিক্ষার্থী শিহাব হত্যা মামলার পলাতক তিন আসামীকে গ্রেফতার করেছে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত পলাতক আসামীরা হলো জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার গ্রামের খাইরুল ইসলামের ছেলে বাবু (২১) ফজলুর রহমানের ছেলে আকাশ(২৬) ও মৃত মানিক হোসেনের ছেলে রুবেল আলি(২৬)।
শনিবার দুপুরে পাঠানো র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সোয়া ১২ টার দিকে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মহানন্দা টোল প্লাজার সামনে উক্ত তিনজনকে গ্রেফতার করে।
গত ৭ জুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাইসাইকেল ওভারটেক করা নিয়ে তর্ক-বিতর্ক জেরে দূর্লভপুর উচ্চবিদ্যালযের নবম শ্রেণীর শিক্ষার্থী সিহাব আলী (১৭) নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং আসামিরা সকলে গা ঢাকা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিহতের আত্মীয়-স্বজন এবং সহপাঠীরা মানববন্ধন করে।